ফেনীর ফুলগাজীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জামাল হোসেন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কামাল্লা গ্রামের আমির হোসেনের নির্মাণাধীন ভবনের বিম করার জন্য নির্মিত বাক্সো ভেঙে নিচে পড়ে শ্রমিক জামাল নিহত হন। জামাল কামাল্লা গ্রামের বাসিন্দা।
মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহাদৎ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভবন থেকে জামাল পড়ে মাথায় আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবায়েত বিন করিম জানান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।