চট্টগ্রামের সীতাকুণ্ডে একদল কুকুরের কামড়ে মারা গেছে লোকালয়ে ছুটে আসা এক হরিণ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর সংশ্লিষ্ট কোনো দপ্তর মৃত হরিণটি উদ্ধার না করায় রাত ৯টা পর্যন্ত সেটি সাগর পাড়ে পড়ে ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় উপকূলীয় বন থেকে একটি চিত্রা হরিণ মুরাদপুর গুলিয়াখালী সাগর পাড়ে চলে আসে। এ সময় সাগর পাড়ে থাকা এক দল কুকুর হরিণটিকে দেখে আক্রমণ করেন। কুকুরের ধাওয়ায় দিশেহারা হরিণটি সাগর পাড়ের চারদিকে ছুটতে থাকেন। একপর্যায়ে কুকুরগুলো হরিণটিকে ধরে কামড়াতে থাকেন। ঘটনাস্থলেই হরিণটির মৃত্যু হয়।
মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, বনের ভেতর থাকা হরিণটি সাগর পাড়ে চলে আসে। সেখানে থাকা কুকুরের দল তাকে কামড়ে মেরে ফেলে।
এ ঘটনার পর বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী উপকূলীয় বন কর্মকর্তাদের খবর দেয়। তাঁরা রাত ৯টা পর্যন্ত হরিণটি উদ্ধার করতে আসেননি।
এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, আসলে হরিণের মৃত্যুর খবর আমরা একটু দেরিতে পেয়েছি। খবর পেয়েই সেখানে আমার একজন বিট অফিসারকে পাঠিয়ে মৃত হরিণটি উদ্ধার করেছি। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।