হোম > সারা দেশ > চট্টগ্রাম

একদল কুকুর কামড়েই মেরে ফেলল লোকালয়ে আসা চিত্রা হরিণ

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদল কুকুরের কামড়ে মারা গেছে লোকালয়ে ছুটে আসা এক হরিণ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর পাড়ে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর সংশ্লিষ্ট কোনো দপ্তর মৃত হরিণটি উদ্ধার না করায় রাত ৯টা পর্যন্ত সেটি সাগর পাড়ে পড়ে ছিল। 

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় উপকূলীয় বন থেকে একটি চিত্রা হরিণ মুরাদপুর গুলিয়াখালী সাগর পাড়ে চলে আসে। এ সময় সাগর পাড়ে থাকা এক দল কুকুর হরিণটিকে দেখে আক্রমণ করেন। কুকুরের ধাওয়ায় দিশেহারা হরিণটি সাগর পাড়ের চারদিকে ছুটতে থাকেন। একপর্যায়ে কুকুরগুলো হরিণটিকে ধরে কামড়াতে থাকেন। ঘটনাস্থলেই হরিণটির মৃত্যু হয়। 

মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী বাবু বলেন, বনের ভেতর থাকা হরিণটি সাগর পাড়ে চলে আসে। সেখানে থাকা কুকুরের দল তাকে কামড়ে মেরে ফেলে। 

এ ঘটনার পর বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী উপকূলীয় বন কর্মকর্তাদের খবর দেয়। তাঁরা রাত ৯টা পর্যন্ত হরিণটি উদ্ধার করতে আসেননি। 

এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, আসলে হরিণের মৃত্যুর খবর আমরা একটু দেরিতে পেয়েছি। খবর পেয়েই সেখানে আমার একজন বিট অফিসারকে পাঠিয়ে মৃত হরিণটি উদ্ধার করেছি। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর