হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, শাশুড়ি গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গৃহবধূ ফাতেমা আক্তারকে (২৬) পুড়িয়ে হত্যার অভিযোগে শাশুড়ি সাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাতে ফাতেমার বাবা নুরুল আবছার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গৃহবধূ ফাতেমা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় ফাতেমার শাশুড়ি সাজেদা বেগম ও স্বামী মুসলিম উদ্দিনকে আসামি করা হয়েছে। মামলা-পরবর্তী সময়ে ফাতেমার শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক মুসলিম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, গত ১৪ জুন রাতে পারিবারিক কলেজের জেরে গৃহবধূ ফাতেমা আক্তারকে তাঁর স্বামী মুসলিম উদ্দিন মারধর করেন। একপর্যায়ে তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়ে ঘর তালাবদ্ধ করে দেন। ফাতেমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁরা দগ্ধ ফাতেমা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ জুন রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর ফাতেমার পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও মামলা না নিয়ে তাঁদের ফিরিয়ে দেয় সীতাকুণ্ড থানার পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল শনিবার ফাতেমার পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতারা হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেন। পরে তাঁরা সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে হত্যায় জড়িতদের শাস্তি ও তাঁদের বিরুদ্ধে মামলা নিতে দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু