হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে নিখোঁজের দুই দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

নয়ন নাথ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের দুই দিন পর নয়ন নাথ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতনগর (নাথপাড়া) এলাকার মুক্তার পুকুরের উত্তর পাড়ের জঙ্গল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নয়ন ওই এলাকার কালাচাঁদের বাড়ির বাবুল নাথের ছেলে। তিনি পৌর সদরের প্রীতি এন্টারপ্রাইজ নামের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

নয়নের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে নয়ন দোকানে যাওয়ার পর দুপুরে খাওয়ার জন্য বাড়িতে ফিরে আসেন। পরে আত্মীয়স্বজনকে ফোন করে বিপদের কথা জানিয়ে টাকা চান। কী কারণে টাকা দরকার জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি। একপর্যায়ে মায়ের কাছে থাকা স্বর্ণের এক জোড়া দুল নিয়ে তিনি আবার বাইরে চলে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি।

পরিবারের সদস্যরা বুধবার দিনভর আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মুক্তার পুকুরের জঙ্গলে একটি মেহগনি গাছে নয়নের মরদেহ ঝুলতে দেখেন পুকুরের মাছচাষি জাবাল হোসেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা অর্জুন কুমার নাথ বলেন, ‘মরদেহটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা ছিল। আশপাশে ঘন জঙ্গল থাকায় কারও চোখে পড়েনি। তাঁর শরীরে ফোসকা ও গভীর আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা টাকার জন্য তাঁকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে বলে ধারণা করছি।’

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা