হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ির রিসাং ঝরনায় ডুবে কিশোরের মৃত্যু 

খাগড়াছড়ি সংবাদদাতা

খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র তৈইবাকলাই (রিসাং) ঝরনায় ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে রাকিবের লাশ উদ্ধার করে। 

নিহত রাকিব খাগড়াছড়ি কলেজিয়েট স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। খাগড়াছড়ি সদরের আনন্দ অফিস এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। 

মাটিরাঙা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। 

পরিদর্শক শরীফ বলেন, শুক্রবার দুপুরে চার বন্ধুর সঙ্গে রাকিব রিসাং ঝরনায় বেড়াতে যায়। এ সময় তারা ঝরনার ওপরে একটা কূপে গোসল করতে নামে। কূপের গভীরতা বেশি হওয়ায় একপর্যায়ে রাকিব তলিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। 

ঝরনার এক দোকানদার প্রিয় ত্রিপুরা জানান, ওই কূপের গভীরতা ৪০ ফুট হবে। এই একই জায়গায় কূপে পড়ে এর আগে তিনজন নিহত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। 

মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম জানান, কূপের গভীরতা না বুঝেই তারা পানিতে নামে। সাঁতার না জানায় রাকিবের মৃত্যু হয়।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু