হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

ফেনী প্রতিনিধি

প্রতীকী ছবি

ফেনীর কসকা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার দুই যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজীর দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মিলন (৩০)। তিনি নোয়াখালীর কেশারপাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে। মিলন ফেনী পৌরসভার কদলগাজী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।

আহতরা হলেন মিলনের শাশুড়ি জাহানারা বেগম (৪৭) ও অপর নারী যাত্রী বিলাসী বেগম (৪৫)। তাঁদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের আত্মীয় রজব আলী শেখ জানান, তাঁরা তিনজন ভাঙারি খুঁজতে কসকা বাজার এলাকায় গিয়েছিলেন। ফেরার পথে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁদের রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল