হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

ফেনী প্রতিনিধি

প্রতীকী ছবি

ফেনীর কসকা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার দুই যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজীর দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মিলন (৩০)। তিনি নোয়াখালীর কেশারপাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে। মিলন ফেনী পৌরসভার কদলগাজী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।

আহতরা হলেন মিলনের শাশুড়ি জাহানারা বেগম (৪৭) ও অপর নারী যাত্রী বিলাসী বেগম (৪৫)। তাঁদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের আত্মীয় রজব আলী শেখ জানান, তাঁরা তিনজন ভাঙারি খুঁজতে কসকা বাজার এলাকায় গিয়েছিলেন। ফেরার পথে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁদের রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫