হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

ফেনী প্রতিনিধি

প্রতীকী ছবি

ফেনীর কসকা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার দুই যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজীর দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মিলন (৩০)। তিনি নোয়াখালীর কেশারপাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে। মিলন ফেনী পৌরসভার কদলগাজী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।

আহতরা হলেন মিলনের শাশুড়ি জাহানারা বেগম (৪৭) ও অপর নারী যাত্রী বিলাসী বেগম (৪৫)। তাঁদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের আত্মীয় রজব আলী শেখ জানান, তাঁরা তিনজন ভাঙারি খুঁজতে কসকা বাজার এলাকায় গিয়েছিলেন। ফেরার পথে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁদের রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক