হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

ফেনী প্রতিনিধি

প্রতীকী ছবি

ফেনীর কসকা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার দুই যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজীর দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মিলন (৩০)। তিনি নোয়াখালীর কেশারপাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে। মিলন ফেনী পৌরসভার কদলগাজী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।

আহতরা হলেন মিলনের শাশুড়ি জাহানারা বেগম (৪৭) ও অপর নারী যাত্রী বিলাসী বেগম (৪৫)। তাঁদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের আত্মীয় রজব আলী শেখ জানান, তাঁরা তিনজন ভাঙারি খুঁজতে কসকা বাজার এলাকায় গিয়েছিলেন। ফেরার পথে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁদের রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক