হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।

মামলায় অপহরণ ও ধর্ষণ চেষ্টা অভিযোগ আনার পাশাপাশি চারজনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। তবে এই ঘটনার পর থেকে অভিযান অব্যাহত থাকলেও জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিয়াখালি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ধর্ষণচেষ্টার কবলে পড়া ওই ছাত্রীর মা বাদী হয়ে রোববার সকালে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরে সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্র সৈকতে বন্ধু ও ভাইদের নিয়ে ঘুরতে যায় এক কলেজছাত্রী। তারা সঙ্গে থাকা বন্ধুকে উপকূলের ঝাউ গাছের সঙ্গে বেঁধে রেখে ভুক্তভোগীকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। এই ঘটনার পর ওই ছাত্রীর ভাইয়েরা দৌড়ে গিয়ে সমুদ্রসৈকত এলাকায় থাকা স্থানীয়দের সহায়তা চান। তাঁরা ঘটনাস্থলে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

এ ঘটনার পর স্থানীয়দের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে কলেজছাত্রীর ধর্ষণের খবর ছড়িয়ে পড়ে। তাঁকে জোর করে উঠিয়ে নিয়ে চারজন দলবদ্ধ ধর্ষণ করেছে বলে স্বীকার করে ভুক্তভোগী। কিন্তু বিকেলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ছাত্রী ও তাঁর সঙ্গে থাকা বন্ধু এবং ভাইদের থানায় নিয়ে যায়। পরে পুলিশ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানিয়েছে তাকে উঠিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে চার যুবক। কিন্তু সৈকতে থাকা স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে তারা পালিয়ে যায়।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫