হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।

মামলায় অপহরণ ও ধর্ষণ চেষ্টা অভিযোগ আনার পাশাপাশি চারজনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। তবে এই ঘটনার পর থেকে অভিযান অব্যাহত থাকলেও জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিয়াখালি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ধর্ষণচেষ্টার কবলে পড়া ওই ছাত্রীর মা বাদী হয়ে রোববার সকালে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরে সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্র সৈকতে বন্ধু ও ভাইদের নিয়ে ঘুরতে যায় এক কলেজছাত্রী। তারা সঙ্গে থাকা বন্ধুকে উপকূলের ঝাউ গাছের সঙ্গে বেঁধে রেখে ভুক্তভোগীকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। এই ঘটনার পর ওই ছাত্রীর ভাইয়েরা দৌড়ে গিয়ে সমুদ্রসৈকত এলাকায় থাকা স্থানীয়দের সহায়তা চান। তাঁরা ঘটনাস্থলে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

এ ঘটনার পর স্থানীয়দের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে কলেজছাত্রীর ধর্ষণের খবর ছড়িয়ে পড়ে। তাঁকে জোর করে উঠিয়ে নিয়ে চারজন দলবদ্ধ ধর্ষণ করেছে বলে স্বীকার করে ভুক্তভোগী। কিন্তু বিকেলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ছাত্রী ও তাঁর সঙ্গে থাকা বন্ধু এবং ভাইদের থানায় নিয়ে যায়। পরে পুলিশ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানিয়েছে তাকে উঠিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে চার যুবক। কিন্তু সৈকতে থাকা স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে তারা পালিয়ে যায়।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১