হোম > সারা দেশ > চট্টগ্রাম

গরু চোর ধরিয়ে দিতে ইউপি চেয়ারম্যানের পুরস্কার ঘোষণা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে কিছুদিনের মধ্যে একাধিক স্থানে গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো ব্যক্তিগত উদ্যোগে গতকাল রোববার রাতে গরু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি চুরি প্রতিরোধ করতে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন। 

এ ছাড়া চেয়ারম্যান স্থানীয় গরু ব্যবসায়ী শাহ আলম, আফছার উদ্দিন, হেলাল উদ্দিন, মাহবুল হকসহ ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করে দেন। 

এই সভায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। সভায় নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, চরদরবেশ ইউনিয়নে গরু ব্যবসা করতে হলে অবশ্যই কমিটির সদস্য হতে হবে। এই কমিটির কেউ চুরির গরু কেনা-বেচা করতে পারবেন না। এই কমিটির কেউ যদি অপরাধে জড়িত হয় তাহলে তাঁর দ্বিগুণ জরিমানা ও আইনের হাতে সোপর্দ করা হবে। গরু ব্যবসায়ীরা একে অপরের বিপদে-আপদে বৈধভাবে এগিয়ে আসবে। এলাকার গরু চুরি বন্ধে সকল প্রকার সহযোগিতা করবে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো জানান, সাম্প্রতিক সময়ে গরু চুরি বেড়ে যাওয়ায় এর প্রতিরোধ ও সমাধান করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কিছু পরিবারের কাছে তাঁর পালিত গরু জীবিকা নির্বাহের প্রধান উৎস। তাই ভবিষ্যতে যাতে কারও স্বপ্ন ভঙ্গ না হয়, সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

চেয়ারম্যান বলেন, গ্রামবাসীকে উৎসাহ দিতে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি। 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, উপজেলার চরদরবেশ ইউনিয়নের কিছু স্থানে গরু চুরি হওয়ার বিষয়টি নিয়ে চেয়ারম্যানকে নজর বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে তাঁরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি পুরো উপজেলায় টহলে থাকছে পুলিশ প্রশাসন। সবাই ব্যক্তিগতভাবে সচেতন থাকলে চুরি হওয়ার সম্ভাবনা নেই।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি