বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে একটানা লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালো রাঙামাটির উ ক্য সাইন মারমা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর বাড়ি জেলার রাজেস্থলী উপজেলা বাঙ্গালহালিয়ায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা উসাই মং মারমা। মৃত্যুর খবরে রাজস্থলীতে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের খালা মেমে সাইন বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
উসাই মং বলেন, আগামীকাল (বুধবার) বাঙালহালিয়ায় নিজ গ্রামে উ ক্য সাইন মারমার দাহক্রিয়া সম্পন্ন করা হবে।