হোম > সারা দেশ > চট্টগ্রাম

মারধরের শিকার আওয়ামী লীগ নেতাকে দেখতে চমেক হাসপাতালে রানা দাশ গুপ্ত 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মারধরের শিকার আওয়ামী লীগ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতাকে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশ গুপ্ত। শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আহত জিতেন কান্তি গুহকে দেখতে যান তিনি।

এ সময় চট্টগ্রামের পটিয়া উপজেলার ওই নেতার ওপর বর্বরোচিত হামলা ও অমানবিক এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

হামলার সঙ্গে জড়িত হাইদাঁও ইউনিয়ন চেয়ারম্যান বি এম জসিম ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করে বলেন, এ ঘটনায় অন্য অভিযুক্তদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানানো হয়েছে। 

রানা দাশ গুপ্ত এ সময় জিতেন কান্তি গুহের চিকিৎসার খোঁজ খবর নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন।  

এ সময় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি লায়ন তাপস হোড়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, শুভ্রদেব কর, বিশ্বজিৎ পালিত, লায়ন শেখর দত্ত, সাগর মিত্র, অশোক চক্রবর্তী, নিউটন সরকারসহ প্রমুখ।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল