হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে একদিনে পানিতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিনে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজন মারা গেছে। আজ মঙ্গলবার সকালেও দুপুরে উপজেলার মুরাদপুর, পৌর সদরের ঈদিলপুর ও মহানগর এলাকায় এসব ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃতরা হলো—পৌর সদরের দক্ষিণ ঈদিলপুর এলাকার সজীব কুমার দাসের ছেলে ইশান কুমার দাস (২), সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার জাহিদ হোসেনের ছেলে আবরান (২) ও মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সোহেল (৪৪)।

পৌর কাউন্সিলর মফিজুর রহমান জানান, দুপুরে বাড়ির উঠানে খেলার সময় পুকুরে পড়ে যায় ঈশান। এ ঘটনার কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা ও পরিবারের লোকজন খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠোনে খেলার পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় আবরান। ঘটনার কিছুক্ষণ পর বাড়ির লোকজন তার মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। এই সময় বেশ কয়েকজন যুবক পুকুরের পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার জানান, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যান শারীরিক প্রতিবন্ধী সোহেল। এ ঘটনার কিছুক্ষণ পর পুকুরে গোসল করতে আসা বাড়ির অন্য লোকজন তাঁর মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, ‘মঙ্গলবার সকালে ও দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে পানিতে পড়া প্রতিবন্ধী এক ব্যক্তি ও দুই শিশুকে আনা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল