হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেরিটেজ ঘোষণা করা হবে পরীর পাহাড়কে

জমির উদ্দিন, চট্টগ্রাম

ঐতিহ্যবাহী পরীর পাহাড়ে সরকারি ভবনের বাইরে ৩৫০টি অবৈধ স্থাপনা রয়েছে। এ ছাড়া জেলা আইনজীবী সমিতি পাহাড় ও টিলা কেটে পাঁচটি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন তৈরি করেছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক গোপনীয় প্রতিবেদনে বলা হয়েছে। কোর্ট হিল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কোর্ট বিল্ডিংয়ের সামনে যেন নতুন কোনো স্থাপনা তৈরি করা না হয়, সে ব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে তিনিও অনুমোদন করেন।  

সরকারি নির্দেশনায় এসব অবৈধ স্থাপনা তাই খুব শিগগিরই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, ‘শুধু পরীর পাহাড় নয়, চট্টগ্রাম শহরের সব পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংরক্ষণ করা হবে। পরীর পাহাড়কে হেরিটেজ ঘোষণা করা হবে।

পরীর পাহাড়ে জেলা আইনজীবী সমিতির ভবনগুলো উচ্ছেদ করার পরিকল্পনা নেওয়ায় জেলা প্রশাসনের সঙ্গে আইনজীবী সমিতির বিরোধ বাধে আগে। এ বিষয়ে মমিনুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী পাহাড় বা টিলার ওপর স্থাপনা করা যাবে না। আইন সবার জন্য সমান।  

মন্ত্রিপরিষদ বিভাগের গোপনীয় প্রতিবেদনে বলা হয়, জেলা আইনজীবী সমিতি পাহাড় ও টিলা কেটে অবৈধভাবে পাঁচটি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ করেছে। এসব স্থাপনাকে পাহাড়ধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদির জন্য অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। সম্প্রতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আবারও সরকারের কোনো সংস্থার অনুমোদন না নিয়ে ‘বঙ্গবন্ধু আইনজীবী ভবন’ও ‘একুশে আইনজীবী ভবন’ নামে দুটি ১২ তলা ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। ৬০০ চেম্বার বরাদ্দের জন্য আইনজীবীদের কাছ থেকে ২ লাখ টাকা করে ১২ কোটি টাকা আদায় করেছে।

আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ এনামুল হক বলেন, প্রধানমন্ত্রীর কাছে ভুলভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। আইনজীবী সমিতির সব ভবনই বৈধ। নতুন যে দুটি ভবন হচ্ছে, তার মধ্যে একটি অনুমোদন নেওয়া আছে। অন্যটি অনুমোদনের অপেক্ষায়।

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা