হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেরিটেজ ঘোষণা করা হবে পরীর পাহাড়কে

জমির উদ্দিন, চট্টগ্রাম

ঐতিহ্যবাহী পরীর পাহাড়ে সরকারি ভবনের বাইরে ৩৫০টি অবৈধ স্থাপনা রয়েছে। এ ছাড়া জেলা আইনজীবী সমিতি পাহাড় ও টিলা কেটে পাঁচটি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন তৈরি করেছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক গোপনীয় প্রতিবেদনে বলা হয়েছে। কোর্ট হিল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কোর্ট বিল্ডিংয়ের সামনে যেন নতুন কোনো স্থাপনা তৈরি করা না হয়, সে ব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে তিনিও অনুমোদন করেন।  

সরকারি নির্দেশনায় এসব অবৈধ স্থাপনা তাই খুব শিগগিরই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, ‘শুধু পরীর পাহাড় নয়, চট্টগ্রাম শহরের সব পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংরক্ষণ করা হবে। পরীর পাহাড়কে হেরিটেজ ঘোষণা করা হবে।

পরীর পাহাড়ে জেলা আইনজীবী সমিতির ভবনগুলো উচ্ছেদ করার পরিকল্পনা নেওয়ায় জেলা প্রশাসনের সঙ্গে আইনজীবী সমিতির বিরোধ বাধে আগে। এ বিষয়ে মমিনুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী পাহাড় বা টিলার ওপর স্থাপনা করা যাবে না। আইন সবার জন্য সমান।  

মন্ত্রিপরিষদ বিভাগের গোপনীয় প্রতিবেদনে বলা হয়, জেলা আইনজীবী সমিতি পাহাড় ও টিলা কেটে অবৈধভাবে পাঁচটি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ করেছে। এসব স্থাপনাকে পাহাড়ধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদির জন্য অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। সম্প্রতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আবারও সরকারের কোনো সংস্থার অনুমোদন না নিয়ে ‘বঙ্গবন্ধু আইনজীবী ভবন’ও ‘একুশে আইনজীবী ভবন’ নামে দুটি ১২ তলা ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। ৬০০ চেম্বার বরাদ্দের জন্য আইনজীবীদের কাছ থেকে ২ লাখ টাকা করে ১২ কোটি টাকা আদায় করেছে।

আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ এনামুল হক বলেন, প্রধানমন্ত্রীর কাছে ভুলভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। আইনজীবী সমিতির সব ভবনই বৈধ। নতুন যে দুটি ভবন হচ্ছে, তার মধ্যে একটি অনুমোদন নেওয়া আছে। অন্যটি অনুমোদনের অপেক্ষায়।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা