হোম > সারা দেশ > কক্সবাজার

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: এবার চমেকে চিকিৎসাধীন এক জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জেলের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৬০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত জেলের নাম—ওসমান গণি (২০)।

চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, গত শুক্রবার কক্সবাজারের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১০ জনকে চমেক হাসপাতাল আনা হয়। এদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে একজন মারা যান। এই হাসপাতালে চিকিৎসাধীন ওসমান গণি নামে একজনের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা এফবি লাকি নামে একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন জেলে দগ্ধ হন। দগ্ধরা সবাই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ায় বসবাস করতেন।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের