হোম > সারা দেশ > কক্সবাজার

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: এবার চমেকে চিকিৎসাধীন এক জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জেলের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৬০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত জেলের নাম—ওসমান গণি (২০)।

চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, গত শুক্রবার কক্সবাজারের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১০ জনকে চমেক হাসপাতাল আনা হয়। এদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে একজন মারা যান। এই হাসপাতালে চিকিৎসাধীন ওসমান গণি নামে একজনের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা এফবি লাকি নামে একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন জেলে দগ্ধ হন। দগ্ধরা সবাই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ায় বসবাস করতেন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত