হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে দুই পক্ষের পাল্টাপাল্টি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। অন্যদিকে শিক্ষক সমিতির এই কর্মসূচিকে অন্যায় ও অযৌক্তিক আখ্যা দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপাচার্যপন্থী শিক্ষকেরা।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বঙ্গবন্ধু চত্বরে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি। অপরদিকে এর প্রতিবাদে বেলা সাড়ে ১১টায় বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন করেন উপাচার্যপন্থী শিক্ষকেরা। উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবারও অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষক সমিতি।

অবস্থান কর্মসূচিতে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মু. গোলাম কবীর বলেন, ‘সাদা দল থেকে নির্বাচিত লোকদের উপাচার্য গবেষণা সেলের সহকারী পরিচালক বানিয়েছেন। তিনি জামায়াত-শিবিরের লোক। তাঁর তওবা করে পদত্যাগ করা উচিত। তিনি জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছেন। আপনি মুখে বঙ্গবন্ধুর কথা বলেন। উপাচার্য আওয়ামী লীগ বানানোর সার্টিফিকেট দিচ্ছেন। আওয়ামী বানানোর কারখানা তৈরি করেছেন। যত আওয়ামী লীগের লোক সব এখানে (অবস্থান কর্মসূচি) বসে আছেন। আমি জানি, এখানে যারা বসে আছেন ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত কত কষ্ট করেছেন। তাঁকে কখনো দলের মিটিংয়ে দেখিনি। তিনি শেখ হাসিনার পা ধরে ভিসি হয়েছেন। আপনারা সসম্মানে পদত্যাগ করুন।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘এখন এক দফা দাবিতেই আমরা অটল আছি। কাল বুধবারও আমাদের অবস্থান কর্মসূচি চলবে। শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকদের স্বার্থে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদককে যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।’

অন্যদিকে উপাচার্যপন্থী শিক্ষকদের মানববন্ধনে চবির সিন্ডিকেট সদস্য ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, ‘শিক্ষক সমিতির সাধারণ শিক্ষকদের মতামত নিয়ে বড় পরিসরে আন্দোলনে যেতে হয়। নির্বাহী পরিষদ তাৎক্ষণিক কর্মকাণ্ডগুলো ও রুটিন ওয়ার্কের কাজ করে। কিন্তু কার সঙ্গে কী কথা হয়েছে তার ওপর ভিত্তি করে আন্দোলনে যাওয়া এটা আমি শিক্ষক সমিতির ঐতিহ্যে দেখি না।’

মোহাম্মদ খাইরুল ইসলাম আরও বলেন, ‘প্রশাসন যদি ৭৩-এর অধ্যাদেশ লঙ্ঘন করে, তাহলে এ জন্য আইনি প্রক্রিয়ায় তা চ্যালেঞ্জ করা যায়। তা না করে নিজের মতো করে ৭৩-এর অ্যাক্টকে ব্যাখ্যা করে এটাকে বিতর্কিত করা পক্ষান্তরে প্রতিষ্ঠানকে বিতর্কের মুখে ফেলার শামিল।’

এদিকে শিক্ষক সমিতির কর্মসূচিকে অন্যায় আখ্যা দিয়ে মানববন্ধনের পাশাপাশি এর সঙ্গে দ্বিমত পোষণ করে সমিতির সভাপতিকে চিঠি দিয়েছেন বিভিন্ন বিভাগের ১০৭ জন শিক্ষক। মানববন্ধন করা ও চিঠি দেওয়া শিক্ষকদের অনেকেই প্রশাসনের বিভিন্ন পর্ষদে দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠিতে যাঁরা স্বাক্ষর করেছেন, তাঁদের স্বাক্ষর আমরা এখনো ভালো করে যাচাই করে দেখিনি। চিঠিতে ৪০-এর অধিক শিক্ষকের সরাসরি কোনো স্বাক্ষর নেই, ‘স্বাক্ষরিত’ টাইপ করা আছে। চিঠিতে সই করা অনেকেই প্রশাসনের বিভিন্ন পদে আছেন।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত