চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হাইয়ে মাইক্রো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফায়সাল (১৭) নামে একজন নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ঘাটচেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন।
নিহত ফায়সাল উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের খন্ডলিয়াপাড়া এলাকার বাসিন্দা। সে হাইয়ের হেলপার ছিল।
জানা গেছে, উপজেলার উত্তর রাঙ্গুনিয়া রাজারহাট থেকে একটি হাইয়েস মাইক্রোটি চট্টগ্রাম বিমানবন্দরের দিকে যাচ্ছিল। হাইয়েসটি ঘাটচেক এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই হাইয়েসের হেলপার ফায়সাল নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন হাইয়েসের আরও ৫ যাত্রী। এলাকাবাসীরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। তবে, এখনো তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত থেকে ট্রাক ও হাইয়েস উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে।’