হোম > সারা দেশ > কুমিল্লা

ন্যায্য মূল্য চালের গোডাউনে অনিয়মের অভিযোগে বিক্রয় বন্ধের নির্দেশ 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ওএমএস কার্ডের ন্যায্য মূল্য চাল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে ডিলার সাবিকুল হাসানের গোডাউনে চাল বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. মোর্শেদ এই নির্দেশনা দেন।

স্থানীয়রা জানান, ন্যায্য মূল্য চালের ডিলার সাবিকুল গোডাউন থেকে চালের সরিয়েছে এবং তাঁর নিজ বাসায়ও চাল আছে—এমন অভিযোগে নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকারকে উপস্থিত রেখে আনুমানিক ১৩০ বস্তা চাল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেন।

কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকার বলেন, ‘ডিলার সাবিকুলের গোডাউনে আনুমানিক ৩০ / ৩৫ বস্তা চাল কম পাওয়া গেছে এবং সাবিকুলের বাড়িতে চালের বস্তা পাওয়া গেছে।’

ডিলার সাবিকুল বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। সরকার নিয়ম করেছে, যাদের ওএমএস কার্ড আছে তাদের সবার কার্ডই অনলাইন করতে হবে। যাদের কার্ড অনলাইন করা আছে, তাদের চাল দেই, আর যাদের কার্ড অনলাইন করা নাই, তাদের নিকট বিক্রি করি না। এই হলো অনিয়ম।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যাই এবং পর্যালোচনা করে প্রাথমিকভাবে চাল বিক্রি বন্ধ রাখতে ডিলারকে নির্দেশনা দিয়ে আসছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে এবং আমাদের উপজেলা খাদ্য কর্মকর্তা অধিকতর তদন্ত করবে। তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। আর যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে বিক্রির সময় এক দিন বাড়িয়ে দেওয়া হবে।’

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে