হোম > সারা দেশ > চট্টগ্রাম

গৃহবধূর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খালেক মেম্বার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরেই তাঁর স্বামী পলাতক রয়েছেন। 

নিহত গৃহবধূর নাম নাসিমা বেগম (৩৮)। মোহাম্মদ সোলায়মানের দ্বিতীয় স্ত্রী তিনি। প্রথম স্বামী আকতার আগেই মারা গেছেন। সোলায়মানের বাড়ি পটিয়া শান্তিরহাটের মালিপাড়া। নাসিমার বাবা চরলক্ষ্যা ইউনিয়নের সেকান্দর মিয়া। তিনি পোশাক তৈরির কারখানার শ্রমিক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা তাঁর প্রথম স্বামী আকতারের ঘরের ছেলে কামরুল হাসান ইমন (১৮) এবং মেয়ে কানিজ ফাতেমা ইমুসহ (১৩) চরলক্ষ্যা গ্রামের ভাড়া ঘরে এক বছর যাবৎ বাস করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নাসিমার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সোলায়মান ভাড়া বাসায় আসেন। সে সময় তাদের মধ্যে ঝগড়া হয়। সকাল ৮টার দিকে মেয়ে কানিজ তার মা ঘুমাচ্ছে মনে করে আর ডাকেনি। পরে ছেলে ইমন ঘরে এসে তার মাকে ডাকলে কোনো সাড়া-শব্দ না পেয়ে হাত-পা ঠান্ডা হয়ে আছে। 

এদিকে নাসিমার দাফনের ব্যবস্থা করতে গিয়ে তাঁর গলায় কালো দাগ এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। 

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, গৃহবধূর মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীকে আটকের চেষ্টা চলছে। বাকিটা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ