হোম > সারা দেশ > চট্টগ্রাম

গৃহবধূর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খালেক মেম্বার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরেই তাঁর স্বামী পলাতক রয়েছেন। 

নিহত গৃহবধূর নাম নাসিমা বেগম (৩৮)। মোহাম্মদ সোলায়মানের দ্বিতীয় স্ত্রী তিনি। প্রথম স্বামী আকতার আগেই মারা গেছেন। সোলায়মানের বাড়ি পটিয়া শান্তিরহাটের মালিপাড়া। নাসিমার বাবা চরলক্ষ্যা ইউনিয়নের সেকান্দর মিয়া। তিনি পোশাক তৈরির কারখানার শ্রমিক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা তাঁর প্রথম স্বামী আকতারের ঘরের ছেলে কামরুল হাসান ইমন (১৮) এবং মেয়ে কানিজ ফাতেমা ইমুসহ (১৩) চরলক্ষ্যা গ্রামের ভাড়া ঘরে এক বছর যাবৎ বাস করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নাসিমার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সোলায়মান ভাড়া বাসায় আসেন। সে সময় তাদের মধ্যে ঝগড়া হয়। সকাল ৮টার দিকে মেয়ে কানিজ তার মা ঘুমাচ্ছে মনে করে আর ডাকেনি। পরে ছেলে ইমন ঘরে এসে তার মাকে ডাকলে কোনো সাড়া-শব্দ না পেয়ে হাত-পা ঠান্ডা হয়ে আছে। 

এদিকে নাসিমার দাফনের ব্যবস্থা করতে গিয়ে তাঁর গলায় কালো দাগ এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। 

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, গৃহবধূর মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীকে আটকের চেষ্টা চলছে। বাকিটা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক