হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনের ছাদ ধস তদন্তে কমিটি 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের কেন্টিলিভার (পার্কিং শেড) ধসে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পার্বত্য জেলা পরিষদ। শনিবার রাত ১১টায় জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত ভবনের কেন্টিলিভার (পার্কিং শেড) নির্মাণের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ উদ্ঘাটন ও দায়দায়িত্ব নিরূপণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’

চেয়ারম্যান বলেন, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে তদন্ত কমিটির আহ্বায়ক করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী এবং খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সদস্য করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে জানা গেছে, নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে জেলা পরিষদ। তবে ভবনের শেড নির্মাণের ঠিকাদার কে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীকে একাধিকবার প্রশ্ন করা হলে তিনিও ঠিকাদারের নাম বলতে পারেনি।

এর আগে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের কেন্টিলিভার (পার্কিং শেড) ধসে দুজন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জেলা পরিষদের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করেছেন।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প