হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনের ছাদ ধস তদন্তে কমিটি 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের কেন্টিলিভার (পার্কিং শেড) ধসে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পার্বত্য জেলা পরিষদ। শনিবার রাত ১১টায় জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত ভবনের কেন্টিলিভার (পার্কিং শেড) নির্মাণের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ উদ্ঘাটন ও দায়দায়িত্ব নিরূপণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’

চেয়ারম্যান বলেন, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে তদন্ত কমিটির আহ্বায়ক করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী এবং খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সদস্য করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে জানা গেছে, নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে জেলা পরিষদ। তবে ভবনের শেড নির্মাণের ঠিকাদার কে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীকে একাধিকবার প্রশ্ন করা হলে তিনিও ঠিকাদারের নাম বলতে পারেনি।

এর আগে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের কেন্টিলিভার (পার্কিং শেড) ধসে দুজন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জেলা পরিষদের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করেছেন।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের