মিয়ানমার থেকে আসা ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক।
গ্রেপ্তারেরা হলেন— মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদংয়ের আশিক্কা পাড়ার সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯) ও ফেরাংপ্রু এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকার নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪)।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হারুন আমিন ও আসমত উল্লাহ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাঁরা নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টেকনাফের বিভিন্ন মাদক কারবারিদের সরবরাহ করতেন।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।