হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার থেকে আসা ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক। 

গ্রেপ্তারেরা হলেন— মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদংয়ের আশিক্কা পাড়ার সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯) ও ফেরাংপ্রু এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকার নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪)।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার হারুন আমিন ও আসমত উল্লাহ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাঁরা নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টেকনাফের বিভিন্ন মাদক কারবারিদের সরবরাহ করতেন।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। 

আবু সালাম চৌধুরী বলেন, রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় জনৈক সালামত উল্লাহর বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুতের খবর পায় র‍্যাব। এ তথ্যের ভিত্তিতে সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ৪-৫ জন লোক কৌশলে পালানোর  চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে সালামত উল্লাহর ঘর তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত