হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেগুন গাছ কাটায় যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার মামলা

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)

কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এস এম ফরিদের বাগান থেকে রাতের অন্ধকারে ১৩টি সেগুন কাঠ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ জানুয়ারি সোমবার বিকেলে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানায় তিনি একটি মামলা দায়ের করেছেন। মামলায় চিৎমরম মুসলিম পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমসহ আরও অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে। 

এস এম ফরিদ বলেন, চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া পাহাড় এলাকায় সাড়ে ৩ একর জমিতে তাঁর সেগুন বাগান রয়েছে। স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন চিৎমরম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম গত ৩১ ডিসেম্বর তাঁর দলবল নিয়ে রাতের অন্ধকারে তাঁর সেগুন বাগানে ঢুকে ১৩টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে। এ গাছের মূল্য আনুমানিক ৫ লাখ টাকা হবে। পারিবারিক কাজে চট্টগ্রামে থাকায় গত ২ জানুয়ারি তিনি ঘটনাটি জানতে পারেন বলেও উল্লেখ করেন। 

এই বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম দাবি করেন, ওই বাগানের গাছ গুলো তাঁর কেনা। এবং কেনার বিষয়ে তিনি স্ট্যাম্প দেখাতে পারবেন। তিনি আরও জানান, রাতের অন্ধকারে তিনি গাছ কাটেন নাই। দিনের বেলায় লোকজন নিয়ে তিনি গাছ কেটেছেন। 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের