হোম > সারা দেশ > চট্টগ্রাম

নলকূপের পানির ওপরও টাকা নেবে চট্টগ্রাম ওয়াসা, ক্যাবের তীব্র আপত্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার অনুমোদনপ্রাপ্ত ৪ হাজার ৩০০ গভীর নলকূপ থেকে উত্তোলন করা পানির জন্যও এবার গ্রাহকদের গুনতে হবে টাকা, যা আগে ছিল না। আজ বুধবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৭১তম সাধারণ সভায় গ্রাহকদের নলকূপের পানিতে মূল্য বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নলকূপ থেকে উত্তোলিত পানির প্রস্তাবিত মূল্য আবাসিকের ক্ষেত্রে প্রতি ইউনিট ৬ টাকা। আর অনাবাসিক ১২ টাকা ৩৪ পয়সা। তবে ওয়াসার এই সিদ্ধান্তকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে আখ্যায়িত করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি নাজের হোসাইন। 

নাজের হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘নলকূপ স্থাপন করতে আমরা অনুমোদনের জন্য টাকা দিয়েছি। আবার বছর বছর লাইসেন্স নবায়ন ফি দিচ্ছি। পানি তুলতে বিদ্যুৎ খরচ হচ্ছে। এতে মোটা অঙ্কের বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। এত কিছুর পর আবার মাটির নিচ থেকে উত্তোলিত পানির ওপর মূল্য নির্ধারণ করে দেওয়া মড়ার উপর খাঁড়ার ঘা।’

তিনি আরও বলেন, চট্টগ্রাম ওয়াসার এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।

এ বিষয়ে ওয়াসাসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভূগর্ভস্থ পানি উত্তোলনকে নিরুৎসাহিত করার জন্যই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ওয়াসার বোর্ডসভার কার্যপত্র থেকে জানা গেছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬-এর ২৪-এর উপধারা ২ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসা পানির উল্লেখিত মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। পানির এই বাড়তি মূল্য আগামী বছরের ১ মার্চ থেকে কার্যকর হবে। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়। 

তথ্যমতে, চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ বর্তমানে ৭৮ হাজার ৫৪২টি এবং বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। পানির দৈনিক উৎপাদন ৪৫ থেকে ৫০ কোটি লিটার, চাহিদাও সমান। 

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের