হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দরকার: জোনায়েদ সাকি

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লায় দলের গণসংলাপে জোনায়েদ সাকি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়ার দায় যারা যারা এই সময়ে ক্ষমতায় ছিলেন তাদের কম-বেশি সকলেরই আছে। একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দরকার।’ আজ শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কেমন বাংলাদেশ চাই শীর্ষক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

জোনায়েদ সাকি আরও বলেন, ‘যারা বাংলাদেশে ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াই করেছে, তারা যেন লড়াইয়ের মাধ্যমে সত্যিকারে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে। নিজেদের সে অনুযায়ী প্রস্তুত করতে পারে।’

অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে জোনায়েদ সাকি বলেন, ‘দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণের বাইরে। সচিবালয়ে আগুন, সেটা ষড়যন্ত্র হলেও তা কেন হয়েছে বের করতে হবে। জনগণের যৌক্তিক দাবিগুলো বুঝে তা মেনে নিতে হবে।’

সংলাপে গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক ইমরাদ জুলকারনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সদস্য আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমি, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া ও কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু।

গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলা শাখার সদস্যসচিব মো. হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অন্য নেতৃবৃন্দ। গণসংলাপে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনসহ ছাত্র, শ্রমিক, জনতা।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি