দীর্ঘ নয় মাস ধরে ইট ভেঙে সংসার চালাচ্ছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুই বোয়ালখালী ইউনিয়নের আট নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার ফনিন্দ্য বড়ুয়া (৮০)। বৃদ্ধ বয়সেও সংসারের চালাতে তাঁকে ইট ভাঙার কাজ করতে হচ্ছে।
করোনাকালের এই জীবন সংগ্রাম নিয়ে তিনি বলেন, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সবকিছু ভালোই চলছিল। ছেলে সংসারের হাল ধরেছিল। কিন্তু করোনার পর থেকে ছেলে আগের মতো আর টাকা পাঠাতে পারে না। তাই বাধ্য হয়েই ইট ভাঙার কাজে নামতে হয়েছে। সারা দিন কাজ করে ১৭০ থেকে ২০০ টাকা উপার্জন হয়। যা দিয়ে কোনোরকম সংসার চলছে।
সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে বয়স্ক ভাতা দেওয়া হলেও সেটাতো সংসার চালানোর মতো নয় বলে জানান ফনিন্দ্য বড়ুয়া।
ফনিন্দ্য বড়ুয়া বলেন, অসুস্থ স্ত্রী অনিমা বড়ুয়াকে (৬০) নিয়ে কোনোরকম দিন পার করছি। করোনাকালে সরকার থেকে ত্রাণ দিলেও এবার ত্রাণ পাইনি। নিরুপায় হয়ে বাধ্য হয়েই বুড়ো বয়সে ইট ভাঙার কাজ করছি।