হোম > সারা দেশ > চাঁদপুর

ভাবির ছোড়া গরম পানিতে ঝলসে গেল দেবরের শরীর

প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

কচুয়ায় ভাবির ছোড়া গরম পানিতে দেবরের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের আয়মা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত শাহাদাত হোসেন (৩৩) বাদী হয়ে সোমবার রাতে অভিযুক্ত ভাবি শামীমা বেগমের (৪০) বিরুদ্ধে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, শামীমা বেগম শাহাদাত হোসেনের বড় ভাই আনোয়ার হোসেনের স্ত্রী। আনোয়ার হোসেন মালয়েশিয়ান প্রবাসী। শামীমা বেগম স্বামীর অবর্তমানে এলাকার বখাটে ছেলেদের নিয়ে রাতদিন নিজের ঘরে আড্ডা দেয়। শাহাদাত বিষয়টি নিষেধ করলে এ নিয়ে দেবর-ভাবির মধ্যে মনোমালিন্য ও বিরোধ দেখা দেয়। শামীমা বেগম শাহাদাতকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেন। নারী নির্যাতনের মামলা করারও ভয় দেখান।

গতকাল সোমবার দুপুরে আয়মা গ্রামের বাড়ির এক ব্যক্তির জানাজা শেষে শাহাদাত হোসেন শামীমা বেগমের ঘরের পাশ দিয়ে নিজের ঘরে যাওয়ার সময় তিনি শাহাদাতের শরীরে গরম পানি ছুড়ে মারেন। এতে শাহাদাতের পিঠ ও বাম হাত ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা তাঁকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট