হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১২ নারী-পুরুষ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অবৈধভাবে ভারতে পাচার হওয়া ১২ জন বাংলাদেশির প্রত্যাবাসন হয়েছে। আজ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় তাঁদের ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ।

আজ মঙ্গলবার দুপুরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্তের শূন্য রেখায় ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের কাছে হস্তান্তর করেন।

পাচারের শিকার হওয়া ব্যক্তিরা জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধ সীমান্তপথে তাঁরা ভারতে পাড়ি জমান। পরে দালালেরা তাঁদের সেখানে ফেলে পালিয়ে আসে। এরপর ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় তাঁদের আটক করে জেল-হাজতে পাঠায়।

ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ১২ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে। তাঁরা কাজের সন্ধানে অবৈধ সীমান্তপথে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেন। পরবর্তী সময়ে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে দুই দেশের উচ্চপর্যায়ে আনুষ্ঠানিকতা শেষে তাঁদের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব মো. আল আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ওসি হাসান আহমেদ ভূঁইয়া, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন প্রমুখ।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু