হোম > সারা দেশ > চট্টগ্রাম

হত্যাসহ ৫ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আইনজীবী সাইফুল ইসলাম হত্যাসহ পাঁচ মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন করা হয়। মামলাগুলো কোতোয়ালি থানায় করা হয়েছিল।

আদালতে উভয় পক্ষের আবেদনের ওপর বিস্তারিত শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে আদালতে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্ব একটি টিম।

এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের আজকের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। আদালতে প্রবেশ পথে বিচারপ্রার্থীদের তল্লাশি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়ার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়।

এ সময় তাঁর অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ-বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে রঙ্গম কমিউনিটি হল-সংলগ্ন এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্তব্য পালনে বাধা, আসামি ছিনতাইয়ের চেষ্টা, ভাঙচুর ও সাইফুল ইসলাম আলিফকে হত্যাসহ মোট পাঁচটি মামলা করা হয়।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল