হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় নতুন জঙ্গি সংগঠনের ৪ সদস্য আটক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার চার সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পটিয়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

তাঁরা হলেন হোসাইন আহমদ (২২), নিহাল আব্দুল্লাহ (১৯), আল আমিন (২২) ও আল আমিন প্রকাশ পার্থ কুমার দাস (২১)। 

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা সহপাঠী, নিকটাত্মীয়, স্থানীয় পরিচিত ব্যক্তি বা বন্ধু-বান্ধবের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সঙ্গে যুক্ত হন। বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়নের ভিডিও দেখানো, ধর্মীয় অপব্যাখ্যা ও বিভিন্ন তাত্ত্বিক জ্ঞান প্রদান করার মাধ্যমে তাঁদের সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে উৎসাহী করা হয়। 

হিজরতের প্রথমে তাঁদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন এলাকায় শারীরিক কসরত, জঙ্গিবাদ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ, তাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হয়। প্রাথমিক প্রশিক্ষণ শেষে তাঁদের সমতল থেকে পাহাড়ে সামরিক প্রশিক্ষণের জন্য প্রেরণ এবং শুরা সদস্য রাকিবের মাধ্যমে তাঁরা পার্বত্য অঞ্চলের বাকলাইপাড়া হয়ে কেটিসি পাহাড়ে প্রশিক্ষণ শিবিরে পৌঁছান। পার্বত্য অঞ্চলে তাঁরা বিভিন্ন ধরনের সশস্ত্র প্রশিক্ষণ, বোমা তৈরি বিষয়ে প্রশিক্ষণ ও প্রতিকূল পরিবেশে টিকে থাকা-সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। 

গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে র‍্যাব আরও জানায়, বিভিন্ন সময় কেএনএফের নাথান বম, বাংচুং, রামমোয়, ডিকলিয়ান, পাহল, কাকুলীসহ অনেকেই প্রশিক্ষণ ক্যাম্পে আসতেন। প্রশিক্ষণের জন্য অস্ত্র ও অন্যান্য রসদ তাঁরা অর্থের বিনিময়ে কেএনএফের সদস্যদের কাছ থেকে সংগ্রহ করতেন। একই সঙ্গে কেএনএফের সদস্যরা বিভিন্ন সময়ে উল্লিখিত জঙ্গি সংগঠনের সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণ প্রদান করতেন। 

পরবর্তী সময় পার্বত্য অঞ্চলে র‍্যাবের অভিযান শুরু হলে তাঁরা সংগঠনের আমিরের নির্দেশে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পার্বত্য অঞ্চলে আত্মগোপন করেন। ছোট ছোট গ্রুপে সাইজামপাড়া, মুন্নুয়ামপাড়া, রোয়াংছড়ি, পাইক্ষংপাড়া, তেলাংপাড়াসহ পার্বত্য অঞ্চলে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। 

র‍্যাব জানায়, চার দিন আগে তাঁরা সমতলে আসার উদ্দেশে পাহাড় থেকে হেঁটে বান্দরবানের টঙ্কাবতী এলাকায় আসেন। পরবর্তী সময় সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আসার পথে পটিয়া বাইপাস এলাকা থেকে চারজনকে আটক করা হয়। এ সময় আরও চার-পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হন। 

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, র‍্যাবের অভিযানে বান্দরবান থেকে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম যাওয়ার পথে পটিয়া বাইপাস এলাকা থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার চারজন সদস্যকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা