হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছবি এঁকে প্রধানমন্ত্রীর অনুদান পেল রাঙামাটির সাইমা ও শক্তিমান

রাঙামাটি প্রতিনিধি

ছবি এঁকে প্রধানমন্ত্রীর অনুদান পেল রাঙামাটির প্রতিবন্ধী স্কুলের সাইমা ও শক্তিমান তঞ্চঙ্গ্যা। প্রত্যেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে ১ লাখ টাকা করে অনুদান পেয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান এ অনুদান সাইমা ও শক্তিমানের হাতে তুলে দেন। 

অটিস্টিক ও শারীরিক প্রতিবন্ধী শিশু শিল্পী কর্তৃক আঁকা বাবদ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের দুই বাক প্রতিবন্ধী শিশু ২০২২ অর্থ বছরে এ অনুদান পেল। 

স্কুল কর্তৃক পক্ষ জানান, ২০২১ অর্থ বছরেও ওই স্কুল থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র থেকে শাহরিয়ার করিম পাভেল, শ্যামলী চাকমা ও মো: কামরান ছবি এঁকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লাখ টাকা করে অনুদান পায়। 

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের বাক প্রতিবন্ধী শিশু সাইমা আক্তার ও তাঁর মা এবং প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বাক প্রতিবন্ধী শিশু সাইমার আঁকা ছবি দেখে অবাক হন। জেলা প্রশাসক যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 
 
রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, ‘২০২১ সাল থেকে জাতীয় পর্যায়ে ছবি আঁকা প্রতিযোগিতায় রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লাখ টাকা করে মোট ৫ জন শিশু ৫ লাখ টাকা অনুদান পেয়েছে।’ 

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও ঢাকা কর্তৃক জানা গেছে, এবারও রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের আঁকা বিভিন্ন ছবি প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এবং চিঠিতে বলা হয়েছে আগামী ২০ মে ২০২২ তারিখের মধ্যে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি পাঠাতে হবে। 

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট