হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে ড্রেজারডুবি: আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরও তিনজনে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট সাত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হলো। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শাহিন মোল্লার (৩৫) ও সাড়ে ৯টায় তারেক মোল্লার (২৮) মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে বুধবার রাত ১১টায় আলম সরদার নামে (৫০) আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। 

কবির হোসেন বলেন, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে একজন এবং বৃহস্পতিবার সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরও একজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এ পর্যন্ত আটজনের মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে। 

গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে এই আট শ্রমিক নিখোঁজ হন। তার মধ্যে উদ্ধার হয়েছেন আনিচ মোল্লার দুই ছেলে ইমাম হোসেন মোল্লা ও শাহিন মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, সেকান্দার বারির ছেলে মো. জাহিদ বারি ও রহমান ফকিরের ছেলে মো. আল-আমিন ফকির, নুরু সরদারের ছেলে আলম সরদার। এখনো নিখোঁজ রয়েছেন ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার। তাঁরা সবাই জেলা সদরের জৈনকাঠি গ্রামের বাসিন্দা। 

চট্টগ্রামের আগ্রাবাদ সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, এ পর্যন্ত সাতজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশা করছি নিখোঁজ অপর শ্রমিককেও পেয়ে যাব। আমাদের ডুবুরি দল জোর তৎপরতা অব্যাহত রেখেছে। 

গত সোমবার উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১ হাজার ফুট গভীরে সাগরের মাঝে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের বালু উত্তোলনের ড্রেজার মেশিন রাখা ছিল। রাতে ঝড়ের কবলে সেখান থেকে আট শ্রমিক নিখোঁজ হন। 

আরও পড়ুন

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ