হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের ওপর হামলা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

আগের দিন নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে পরদিন (১ মে) সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। গত বৃহস্পতিবার সকালে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। তাঁরা হলেন ডেইলি লাইফ পত্রিকার ফটো সাংবাদিক প্রদীপ কুমার মীল, যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ খোরশেদুল আলম শামীম ও দৈনিক পূর্বদেশের সাব-এডিটর শফিকুল ইসলাম খান। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা লোকজন দুই হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তারা হলেন রেজাউল ইসলাম (৩২) ও শহীদ ওরফে কোরবান আলী (২৬)।

জানা গেছে, মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকেরা পারকি বিচে মিলনমেলার আয়োজন করেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদের সামনে সাংবাদিকদের পরিবহনের জন্য বেশ কয়েকটি বাস এসে অবস্থান করে। এ সময় রেজাউল ইসলাম নামে একজনের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক এসে বাসের চালকদের কাছ থেকে চাবি কেড়ে নেয়।

এর প্রতিবাদ করলে তারা সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং একজনকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এসে সন্ত্রাসীদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার করে এবং হামলাকারী দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, জমিয়তুল ফালাহ মসজিদের সামনে সংঘটিত ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। যেহেতু ঘটনার উৎপত্তিস্থল ও হামলার ঘটনাস্থল দুটি ভিন্ন, তাই তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, হামলায় নেতৃত্বদানকারী রেজাউল এক দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের প্রতিহত করার ঘোষণা দেন। সুতরাং ঘটনাটি পরিকল্পিত বলেই মনে হচ্ছে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ