হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে ৫ আগস্ট গুলিতে নিহত জামালের লাশ উত্তোলন আদালতের নির্দেশে

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

গত ৫ আগস্ট চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার কাছে গুলিতে নিহত দুই সন্তানের জনক মো. জামাল মোল্লার (৪৮) লাশ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিনের উপস্থিতিতে কুলগাঁও জালালাবাদ এলাকা থেকে লাশটি তোলা হয়। নিহত জামাল মোল্লা কুলগাঁও ট্যানারি বটতল জালালাবাদ এলাকার কালু মুন্সির ছেলে ছিলেন। পরিবারসহ তিনি হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, জামাল মোল্লার মৃত্যুর পর তাঁর স্ত্রী গত ৩১ আগস্ট ৬৫ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন লাশ উত্তোলনের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন। তিনি বলেন, জামাল মোল্লা ৫ আগস্ট হাটহাজারী মডেল থানার কাছে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ