হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষে আবার প্রাণচঞ্চল কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্র

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রায় সাড়ে চার মাস কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরেছে রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে। গত ৩১ আগস্ট (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মোট রাজস্ব আয় হয় ৯ লাখ ২৭ হাজার ৪০৫ টাকা। কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। 

মাসুদ আলম বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৫ হাজার ১৩৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছেন। 

উল্লেখ্য, কার্প-জাতীয় মাছের প্রজনন বাড়াতে গত ২০ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধ ছিল। 

এদিকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ার প্রথম দিন শুক্রবার কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় চাপিলা, কাঁচকিসহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভিড় করছে জেলেদের নৌকা। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেই সব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছেন ট্রাকে। ব্যবসায়ী ও জেলেদের মধ্যে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সবাইকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। 

কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, প্রথম দিনে মাছের আকার ছোট দেখে হতাশ হলেও তাঁরা আশা করছেন, পরবর্তীতে আশানুরূপ মাছ ধরা সম্ভব হবে। 

স্থানীয় জেলে সুজন চাকমা ও রশিদ আহমেদ জানান, ব্যবসায়ীরা তালিকাভুক্ত জেলেদের কাছ থেকে মাছ বুঝে নিচ্ছেন। তবে অন্যান্য বছরের চেয়ে এ বছর প্রথম দিনেই মাছ পাওয়া যাচ্ছে কিছুটা কম। কাঁচকি-চাপিলা মাছের আকারও অনেকাংশে ছোট। 

কোনো কোনো জেলে অবশ্য প্রথম দিকে মাছ কম পাওয়ায় বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। তাঁরা জানান, প্রথম দিকে মাত্রাতিরিক্ত মাছ পাওয়া গেলে মৌসুম শেষে পাওয়া যায় না। চলতি মৌসুমের শেষদিক পর্যন্তও মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ