হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্ধ হয়ে গেছে রাঙামাটির একমাত্র সরকারি টেক্সটাইল মিল

হিমেল চাকমা, রাঙামাটি

বন্ধ হয়ে গেছে রাঙামাটির একমাত্র সরকারি মিল কাউখালীর ঘাগড়ার টেক্সটাইল। ২০২০ সালে করোনার কারণে মিলটি বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও মিলটি আর চালু হয়নি। বর্তমানে মিলটির সব কার্যক্রম বন্ধ রয়েছে। 

জানা গেছে, মিলটি দেখাশোনার জন্য আছেন মাত্র একজন সরকারি কর্মকর্তা। তিনি হলেন ব্যবস্থাপক অমর বিকাশ চাকমা। অস্থায়ী ভিত্তিতে মিলটি দেখার জন্য আটজন নিরাপত্তা প্রহরীও রাখা হয়েছে। 

মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৯৭৬-৭৭ অর্থবছরে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায় ২৬ দশমিক ২৪ একর জমিতে মিল নির্মাণের কাজ শুরু করা হয়। ১৯৮৩ সালে মিলটি উৎপাদনে যায়। এরপর ১৯৯২ সাল পর্যন্ত মিলটি ভালোই চলে। সে সময় বেশ লাভজনক প্রতিষ্ঠান ছিল এটি। 

স্বয়ংসম্পূর্ণ মিলে রয়েছে—মেডিকেল সেন্টার, অতিথি ভবন, ক্যানটিন, শ্রমিক কোয়াটার, বিদ্যালয়, স্টাফ ভবন ও ম্যানেজার বাংলো। 

মিলটি নির্মাণের ফলে প্রায় ৭০০ জনের কর্মসংস্থান হয়। তবে ১৯৯২ সাল থেকে ক্ষতির তালিকায় নাম লেখায় মিলটি। ২০০৭ সাল পর্যন্ত ক্ষতিতে চলে। এরপর এটি বন্ধ হয়ে যায়। ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত বন্ধ থাকে। এরপর ২০১৭ সালের ১৮ অক্টোবর এটি বেসরকারি কোম্পানি চট্টগ্রামের মেসার্স রফিক অ্যান্ড ব্রাদার্সের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করে সরকার। 

মেসার্স রফিক অ্যান্ড ব্রাদার্স নিজে উৎপাদনে না গিয়ে আমমোক্তারনামার ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের মোহাম্মদ আব্দুল আজিজের মেসার্স আল আমীন এন্টারপ্রাইজ মিলের যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদনে যায়। এতে এলাকার চিত্র কিছুটা বদলাতে থাকে। কিন্তু করোনা আসার পরপরই মিলের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ২০২০ সালের ৩০ এপ্রিল মেসার্স আল আমীন এন্টারপ্রাইজ মেয়াদ শেষের আগেই মিলের দায়িত্ব সরকারের হাতে হস্তান্তর করে সেটি বন্ধ করে দেয়। এরপর থেকে বন্ধ রয়েছে মিলটি। 

সম্প্রতি মিলে গিয়ে দেখা গেছে, মিলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মিলের মেশিনসহ অন্যান্য সরঞ্জাম তালাবদ্ধ করে রাখা হয়েছে। মিলটি আর কোনো দিন চালু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দায়িত্বরত ব্যবস্থাপক অমর বিকাশ চাকমা। 

মিলের শ্রমিক শান্তিময় চাকমা (৫০) বলেন, ‘মিলটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা পাঁচ শতাধিক শ্রমিক বেকার হয়েছি। শ্রমিকেরা সবাই মানবেতর জীবন যাপন করছেন। মিলটি চালু করা হলে আমরা আমাদের কর্মসংস্থান ফিরে পাব।’

মিলটির ব্যবস্থাপক অমর বিকাশ চাকমা বলেন, মিলটিতে যেসব যন্ত্রপাতি রয়েছে, এগুলো পুরোনো মডেলের। বর্তমানে এর চেয়ে আরও আধুনিক মেশিন এসেছে। ফলে ঘাগড়া মিলের মেশিন দিয়ে উৎপাদনে গেলে লোকসানে পড়তে হবে। এ জন্য বেসরকারি কোম্পানিগুলো এই মিল চালনায় আগ্রহ দেখাচ্ছে না। 

মিলটির ব্যবস্থাপক আরও বলেন, মিলে অনেক সরকারি সম্পদ রয়েছে। এই সম্পদ রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাবতে হবে। 

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের