হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঝরনা দেখতে গিয়ে নিখোঁজ ৪ পর্যটক, মধ্যরাতে উদ্ধার 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ি ঝরনা দেখতে গিয়ে পথ হারানো চার পর্যটককে মধ্যরাতে গহিন পাহাড়ের জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টায় উপজেলার পন্থিছিলা এলাকার ঝরঝরি ঝরনা সংলগ্ন গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। 

পুলিশ সূত্র জানায়, বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ১৭ জনের একটি পর্যটক দল বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ডে আসেন। তারা পন্থিছিলা এলাকার পাহাড়ে অবস্থিত ঝরঝরি ঝরনা দেখতে একসঙ্গে পাহাড়ের ভেতর যান। পাহাড়ের পৌঁছানোর পর সন্ধ্যার আঁধার ঘনিয়ে এলে তাঁরা সেখানে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁদের সঙ্গে থাকা চার পর্যটক রাতের অন্ধকারে ঝরনায় যেতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। অন্য পর্যটকেরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও চারজনের ফিরে না আসায় তারা চিন্তিত হয়ে পড়েন। এ সময় তারা গহিন পাহাড়ে পথ হারানোর বিষয়টি জানানোর পাশাপাশি উদ্ধারে সহায়তা পেতে ৯৯৯ এ ফোন করেন। এরপর বিষয়টি সীতাকুণ্ড থানা-পুলিশকে জানালে স্থানীয়দের সহায়তায় গহিন পাহাড়ে অভিযান চালিয়ে পথ হারানো ৪ পর্যটকসহ ১৭ পর্যটককে উদ্ধার করা হয়।  

পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, পাহাড়ি ঝরনাটি গহিন পাহাড়ে দুর্গম স্থানে হওয়ায় এখানে রাতে কেউ যায় না। পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে প্রায় দুই ঘণ্টার অধিক সময় ব্যয় করে পায়ে হেঁটে এ ঝরনায় যেতে হয় বলে পর্যটকেরা দিনের আলোতে সেখানে ঘুরতে যান। আর সূর্য অস্তমিত হওয়ার আগেই সেখান থেকে ফিরে আসেন। পথ হারানো পর্যটকদের উদ্ধারের পর তারা রাতেই তারা তাঁদের গন্তব্যে ফিরে গেছে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক