হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইন্টার্নদের কর্মবিরতি, চট্টগ্রাম মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইন্টার্নদের কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা

দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতির কারণে চিকিৎসক সংকটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।

বহির্বিভাগের সামনে অপেক্ষমাণ রোগীদের অভিযোগ, সকাল ৯টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি করা হলে সাড়ে ১০টার দিকে বন্ধ করে দেওয়া হয়। অনেকে টিকিট কেটেও ডাক্তার দেখাতে পারছেন না।

চট্টগ্রামের রাউজান থেকে বৃদ্ধ মাকে নিয়ে মেডিকেলে আসা নজিবুর ইসলাম বলেন, ‘সকাল ৯টায় টিকিট নিয়েছি, এখনো ডাক্তার দেখাতে পারিনি। আজকে ডাক্তার দেখাতে পারব কিনা, জানি না। এ রকম হবে জানলে এত কষ্ট করে রোজার দিনে মাকে নিয়ে এখানে আসতাম না।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার তসলিম উদ্দিন বলেন, ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে থাকায় বিভিন্ন ওয়ার্ডে সেবা দিতে তাঁদের অভাব পূরণ করছেন হাসপাতালের সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা। তবে চিকিৎসক সংকট দেখা দেওয়ায় বহির্বিভাগের সেবা কিছুটা ব্যাহত হচ্ছে।

এদিকে দুপুর ১২টার দিকে একাডেমি ভবনের সামনে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১