হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-১৩: নৌকার বড় জয়ে জামানত হারালেন ৬ প্রার্থী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বেসরকারি ফলাফলে ৭ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারিয়েছেন। সংসদ নির্বাচনের ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন— ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন (চেয়ার) ১ হাজার ৬৬৮ ভোট, তৃণমূল বিএনপির মকবুল আহম্মদ চৌধুরী (সোনালী আঁশ) ৮৩৭ ভোট, জাতীয় পাটির আবদুর রব চৌধুরী (লাঙ্গল) ৩ হাজার ৩০৬ ভোট, ইসলামী ফ্রন্টের মো. আবুল হোসেন (মোমবাতি) ৫ হাজার ১৪১ ভোট, খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক (বটগাছ) ৬১৫ ভোট ও বাংলাদেশ সুপ্রিম পাটির আরিফ মঈন উদ্দীন (একতারা) ৬১৩ ভোট। এরা কেউ কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাননি।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। কিন্তু এসব প্রার্থীরা প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারাচ্ছেন।

এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২৪৩ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬৭ হাজার ৬২১ জন। রোববার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত আনোয়ারা ও কর্ণফুলীতে ১১৮টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এসব কেন্দ্রে ২ লাখ ১০ হাজার ১৮৭ ভোট কাস্টিং হয়।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সালেহ্ বলেন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ৬ প্রার্থী বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়।

আওয়ামী লীগের প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি (নৌকা) ১ লাখ ৮৭ হাজার ৯৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মো. আবুল হোসেন (মোমবাতি) ৫ হাজার ১৪১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ভোটগ্রহণ হয়েছে ৫৯ দশমিক ০৮ শতাংশ।

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব