হোম > সারা দেশ > চট্টগ্রাম

চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, মোটরসাইকেল-প্রাইভেট কারকে চাপা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকে স্ট্রোক করে এক ট্রাকচালকের (৬০) মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কারে ধাক্কা দিলে তিনজন আহত হয়। 

আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম মো. আবদুল মান্নান। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানান, ঢাকামুখী চলন্ত ট্রাকটি মহাসড়কের চেয়ারম্যানঘাটা এলাকা অতিক্রমের সময় হঠাৎ চালক স্ট্রোক করেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোর ধাক্কা দেয় এবং পরে পাশে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে তার ওপরে উঠে যায়। এ সময় ট্রাকের চাপায় সামনে থাকা তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। 

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ট্রাকচালকের সহকারী দুলালের বরাতে আজকের পত্রিকাকে বলেন, চলন্ত ট্রাকে হঠাৎ চালক মান্নান স্ট্রোক করেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং প্রাইভেট কারের পেছনের অংশ থেঁতলে দিয়ে তার ওপর উঠে যায়। 

ওসি আরও বলেন, দুর্ঘটনা-পরবর্তী স্থানীয়রা ট্রাক থেকে চালকের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার