চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকে স্ট্রোক করে এক ট্রাকচালকের (৬০) মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কারে ধাক্কা দিলে তিনজন আহত হয়।
আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. আবদুল মান্নান। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানান, ঢাকামুখী চলন্ত ট্রাকটি মহাসড়কের চেয়ারম্যানঘাটা এলাকা অতিক্রমের সময় হঠাৎ চালক স্ট্রোক করেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোর ধাক্কা দেয় এবং পরে পাশে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে তার ওপরে উঠে যায়। এ সময় ট্রাকের চাপায় সামনে থাকা তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনা-পরবর্তী স্থানীয়রা ট্রাক থেকে চালকের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।