হোম > সারা দেশ > কুমিল্লা

লাকসামে নিবন্ধন না থাকায় ৯ বেসরকারি হাসপাতাল বন্ধ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে নয়টি বেসরকারি হাসপাতাল বন্ধ করা হয়েছে। লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. নাজিয়া বিনতে আলম বলেন, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশের পর আজ মঙ্গলবার পৌর শহরের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

বন্ধ করা হাসপাতালগুলো হলো-ইজি হেলথ কেয়ার, মা মনি লাইফ কেয়ার হাসপাতাল, লাকসাম সেন্ট্রাল ল্যাব, আল কারীম ডায়াগনস্টিক সেন্টার, আল-খিদমাহ্ হাসপাতাল, আপস জেনারেল হাসপাতাল, হাজারী মেডিকেল, লিট হেলথ কেয়ার ও সিগমা হেলথকেয়ার।

এর মধ্যে সিগমা হেলথকেয়ার হাসপাতালকে ১০ হাজার ও লিট হেলথ কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ডা. নাজিয়া বিনতে আলম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অনিবন্ধিত এবং সরকারি নির্দেশ উপেক্ষা করে যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খোলা থাকবে সেগুলোতে অভিযান চালানো হবে। যেগুলো বন্ধ করা হলো, সেগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করলে খোলার অনুমতি পাবে।

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল