হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

মো. রানা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মো. রানা (২৬)। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়ার কাজী মো. শাহজাহানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রানা ছয় মাস আগে সৌদি আরবে পাড়ি জামান। তিনি রিয়াদ শহরে খাবার সরবরাহ করার কাজ করতেন। গতকাল রাতে খাবার সরবরাহ করতে বের হয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।

কান্নাজড়িত কণ্ঠে রানার বাবা শাহজাহান বলেন, ‘দুই ছেলের মধ্যে রানা ছিল বড়। বিদেশে কাজ করে ভাগ্য ফেরানোর স্বপ্ন দেখেছিল সে। সে যখনই ফোন করত, বলত—‘আব্বু চিন্তা করো না, আমি এখানে খুব ভালো আছি। খুব শিগগির দেশে ফিরব। ছোট ভাই আর তোমাদের জন্য কী লাগবে জানাবে। আমি সব নিয়ে আসব।’ আমার খোকার কথাই সত্যি হলো। সে ফিরে আসছে, কিন্তু নিথর হয়ে।’

রানার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে স্বজনেরা জানিয়েছেন।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০