হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

মো. রানা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মো. রানা (২৬)। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়ার কাজী মো. শাহজাহানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রানা ছয় মাস আগে সৌদি আরবে পাড়ি জামান। তিনি রিয়াদ শহরে খাবার সরবরাহ করার কাজ করতেন। গতকাল রাতে খাবার সরবরাহ করতে বের হয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।

কান্নাজড়িত কণ্ঠে রানার বাবা শাহজাহান বলেন, ‘দুই ছেলের মধ্যে রানা ছিল বড়। বিদেশে কাজ করে ভাগ্য ফেরানোর স্বপ্ন দেখেছিল সে। সে যখনই ফোন করত, বলত—‘আব্বু চিন্তা করো না, আমি এখানে খুব ভালো আছি। খুব শিগগির দেশে ফিরব। ছোট ভাই আর তোমাদের জন্য কী লাগবে জানাবে। আমি সব নিয়ে আসব।’ আমার খোকার কথাই সত্যি হলো। সে ফিরে আসছে, কিন্তু নিথর হয়ে।’

রানার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে স্বজনেরা জানিয়েছেন।

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন