হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে ৪ ফুট করে পানি ছাড়া হচ্ছে

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের এবার ১৬টি জলকপাট ৪ ফুট করে খুলে দেওয়া হয়েছে।

এতে কাপ্তাই লেক হতে প্রতি সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়ছে। আজ সোমবার বেলা সোয়া ৩ টার দিকে এই তথ্য জানান কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

এর আগে একইদিন বেলা ১১ টা পর্যন্ত পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট দিয়ে ৪২ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছিল। উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে মুহূর্তে মুহূর্তে কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে পিডিবির ব্যবস্থাক জানান।

তিনি আরও বলেন, লেকে প্রয়োজনের চেয়ে বেশি পানি থাকায় লেক সংলগ্ন এলাকাগুলো এখনো নিমজ্জিত রয়েছে।

কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা ৩ টা পর্যন্ত কাপ্তাই লেকে  ১০৮.৭২  ফুট মিনস সী লেভেল পানি রয়েছে। লেকে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

এদিকে লেকের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বাঘাইছড়ি, লংগদু, রাঙামাটি সদর এবং নানিয়ারচর উপজেলার নীচু এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়েছে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ