হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা হলও ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। প্রশাসনের এমন উদ্যোগকে ‘শিক্ষার্থীবিরোধী’ বলে দাবি করছেন তাঁরা।

বিকেলে চুয়েটের প্রধান প্রবেশপথসহ চারদিকের সব গেট অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তাঁরা শিক্ষক এবং কর্মচারী কাউকে বের হতে দেননি। সেই সঙ্গে চুয়েটের প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন তাঁরা। 

বিকেল ৫টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তাঁরা জানিয়েছেন, তাঁদের হলে বিদ্যুৎ ও পানির সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাঁরা এর প্রতিবাদ জানিয়ে চুয়েট বন্ধের ঘোষণা দ্রুত ফিরিয়ে নিতে বলেন।

তাৎক্ষণিক এ সংবাদ সম্মেলনে চুয়েট শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এই নির্দেশ প্রত্যাখ্যান করছি। আমরা হল ত্যাগ করব না।’ সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান তাঁরা।

এ বিষয়ে চুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘মিটিংয়ে আছেন’ বলে জানান।

চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘চুয়েট একাডেমিক কাউন্সিল সভায় চুয়েট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব শিক্ষার্থীকে বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।’

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শাহ আমানতের দুটি বাসে আগুন দেওয়া হয়।

এর আগে আজ সকাল থেকেই চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা প্রতিটি বিভাগের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন। সেই সঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল