কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক নুরুল আফসার (২৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের খুলিয়াপালং ইউনিয়নের রাবেতা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আফসার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার আলী আহমদের ছেলে ও রাবেতা প্রেসিডেনশিয়াল মাদ্রাসার সহকারী শিক্ষক।
রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে মোটরসাইকেল বাড়ি ফেরার পথে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ সময় তাঁর মোটরসাইকেলের পেছনে থাকা মামুন নামের মাদ্রাসার এক কর্মচারী লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন।
মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার পর কাভার্ড ভ্যানটি ফেলে চালক পালিয়ে যান। পরে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।