হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সদস্য সংখ্যা কত জানে না কেউ!

চবি প্রতিনিধি

দুই সদস্যের কমিটি গঠনের তিন বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর পদ বাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগের পর কমিটির সদস্য সংখ্যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। 

গতকাল রোববার মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষর করা ১২ পাতায় ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়। তবে এই ৩৭৬ সদস্যের বাইরে দুই পাতায় আরও ৫৪ জনের তালিকা পাওয়া যায়। যদিও পরের ৫৪ জনের বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি। 

এদিকে ছাত্রলীগের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ কমিটি সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। এ ছাড়া অন্যান্য কমিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ভেরিফাইড পেজে প্রকাশ করা হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। 

কমিটির সদস্য সংখ্যা জানতে চাইলে চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, পূর্ণাঙ্গ কমিটির সদস্য সংখ্যা সাড়ে তিন শ’য়ের বেশি।’ 

সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু সকালে আজকের পত্রিকা’কে বলেন, ‘দুইটা পাতা মিসিং ছিল। আপনাকে একটু পর জানাচ্ছি।’ পরবর্তীতে বিকেলে কয়েকবার কল দিলে তিনি রিসিভ করেননি। 

একই বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিষয় মন্তব্য করতে নিষেধ আছে। আপনি সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেন।’ 

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর