হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারের দক্ষিণ পার্শ্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-প্রাইভেট মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫-এ হয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন। 

নিহতের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ঝাঁকুয়াবির পাড়া এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে মুহাম্মদ হারুনুর রশিদ (৩১)। তিনি চট্টগ্রামে প্রিমিয়াম ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র। অপরজন বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের ফারুক হাসানের ছেলে রিজভী সাকি (২৪)। বাকি ৩ জন হলেন সাইফুল ইসলাম, খোরশেদ আলী ও মনসুর আলী। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলছে, চট্টগ্রাম থেকে প্রাইভেট কার যোগে ৪ জন যুবক কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। উপজেলার আমিরাবাদে পৌঁছার পর সেখান থেকে তাঁদের আরেক বন্ধুকে গাড়িতে নিয়ে রওনা দেয়। তাঁরা আধুনগর বাজারে পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের ৪ জন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত ১ জনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। পরে চমেকে চিকিৎসাধীন তিনি প্রাণ হারান তিনি। 

এ দুর্ঘটনার পর খবর পেয়ে লোহাগাড়া থানা-পুলিশ ও দোহাজারী হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.: সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। অন্যজন চমেকে মারা যান। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গাড়িগুলো থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।’ 

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের