হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আব্দুর রহমান ওরফে গুরা মিয়া (২২) একই এলাকার আব্দুস সালামের ছেলে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, মাদকপাচারসহ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় হাবিবুল্লাহ গ্রুপ ও জাহেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার রাতে স্থানীয় দেলোয়ারের দোকানের সামনে দুইপক্ষের লোকজনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাশের উখিয়া উপজেলার পালংখালীর এমএসএফ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের ডান কানের নিচে, বুকের ডান পাশে এবং পিঠের বাম পাশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে বলে জানান ওসি।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, এলাকায় মাদক ও অস্ত্রপাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার পরপর জড়িতদর গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের