হোম > সারা দেশ > চট্টগ্রাম

থানা থেকে লুট করা পিস্তল-গুলি মিলল কাভার্ড ভ্যানের চালকের কাছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

থানা থেকে লুট করা পিস্তলসহ গ্রেপ্তার রুবেল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা থেকে লুট করা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি কাভার্ড ভ্যানের এক চালকের কাছ থেকে জব্দ করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ইয়াকুবনগর লইট্টাঘাটা এলাকা থেকে এসব পিস্তল ও গুলি জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কাভার্ড ভ্যানের চালক রুবেল প্রকাশ রনিকে (২৭)। তাঁর বাড়ি মীরসরাই উপজেলার মিঠাচর গ্রামে। তিনি নগরীতে পতেঙ্গা থানার বালুরমাঠ এলাকায় থাকেন।

আজ মঙ্গলবার মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গতকাল রাতে সোর্সের দেওয়া তথ্যে আমরা জানতে পারি, থানা থেকে লুট করা একটি অস্ত্র রুবেল নামের একজন কাভার্ড ভ্যানচালকের কাছে আছে। দ্রুততার সঙ্গে পরে তাঁর অবস্থান শনাক্ত করে পতেঙ্গা থেকে আমরা তাঁকে আটক করি। পরে তাঁর দেওয়া তথ্যে কোতোয়ালি এলাকা থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়। পিস্তলটি ব্রাজিলের তৈরি তরাস ব্রান্ডের। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন কোতোয়ালি থানা থেকে এটি লুট হয়েছিল। লুটপাটে রুবেল অংশ নিয়েছিলেন বলে আমাদের কাছে স্বীকার করেছেন।’

এই ঘটনায় আজ রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা