হোম > সারা দেশ > চট্টগ্রাম

থানা থেকে লুট করা পিস্তল-গুলি মিলল কাভার্ড ভ্যানের চালকের কাছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

থানা থেকে লুট করা পিস্তলসহ গ্রেপ্তার রুবেল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা থেকে লুট করা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি কাভার্ড ভ্যানের এক চালকের কাছ থেকে জব্দ করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ইয়াকুবনগর লইট্টাঘাটা এলাকা থেকে এসব পিস্তল ও গুলি জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কাভার্ড ভ্যানের চালক রুবেল প্রকাশ রনিকে (২৭)। তাঁর বাড়ি মীরসরাই উপজেলার মিঠাচর গ্রামে। তিনি নগরীতে পতেঙ্গা থানার বালুরমাঠ এলাকায় থাকেন।

আজ মঙ্গলবার মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গতকাল রাতে সোর্সের দেওয়া তথ্যে আমরা জানতে পারি, থানা থেকে লুট করা একটি অস্ত্র রুবেল নামের একজন কাভার্ড ভ্যানচালকের কাছে আছে। দ্রুততার সঙ্গে পরে তাঁর অবস্থান শনাক্ত করে পতেঙ্গা থেকে আমরা তাঁকে আটক করি। পরে তাঁর দেওয়া তথ্যে কোতোয়ালি এলাকা থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়। পিস্তলটি ব্রাজিলের তৈরি তরাস ব্রান্ডের। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন কোতোয়ালি থানা থেকে এটি লুট হয়েছিল। লুটপাটে রুবেল অংশ নিয়েছিলেন বলে আমাদের কাছে স্বীকার করেছেন।’

এই ঘটনায় আজ রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট