হোম > সারা দেশ > চট্টগ্রাম

থানা থেকে লুট করা পিস্তল-গুলি মিলল কাভার্ড ভ্যানের চালকের কাছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

থানা থেকে লুট করা পিস্তলসহ গ্রেপ্তার রুবেল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা থেকে লুট করা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি কাভার্ড ভ্যানের এক চালকের কাছ থেকে জব্দ করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ইয়াকুবনগর লইট্টাঘাটা এলাকা থেকে এসব পিস্তল ও গুলি জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কাভার্ড ভ্যানের চালক রুবেল প্রকাশ রনিকে (২৭)। তাঁর বাড়ি মীরসরাই উপজেলার মিঠাচর গ্রামে। তিনি নগরীতে পতেঙ্গা থানার বালুরমাঠ এলাকায় থাকেন।

আজ মঙ্গলবার মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গতকাল রাতে সোর্সের দেওয়া তথ্যে আমরা জানতে পারি, থানা থেকে লুট করা একটি অস্ত্র রুবেল নামের একজন কাভার্ড ভ্যানচালকের কাছে আছে। দ্রুততার সঙ্গে পরে তাঁর অবস্থান শনাক্ত করে পতেঙ্গা থেকে আমরা তাঁকে আটক করি। পরে তাঁর দেওয়া তথ্যে কোতোয়ালি এলাকা থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়। পিস্তলটি ব্রাজিলের তৈরি তরাস ব্রান্ডের। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন কোতোয়ালি থানা থেকে এটি লুট হয়েছিল। লুটপাটে রুবেল অংশ নিয়েছিলেন বলে আমাদের কাছে স্বীকার করেছেন।’

এই ঘটনায় আজ রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের