হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে নানার প্রতি নানা মানুষের ভালোবাসা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী আবু বক্কর ফকির। যিনি স্থানীয়দের কাছে ‘নানা’ নামে পরিচিত। কিছুদিন আগেও তাঁর দোকানের অবস্থা ছিল খুবই করুণ। দোকানে তেমন মালামাল ছিল না। খুব কষ্টে দিনাতিপাত করে জরাজীর্ণ দোকানটিতে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। হঠাৎই তাঁর ভাগ্যের চাকা ঘুরেছে। 

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাপ্তাই ফোরামের অ্যাডমিন আলিব রেজা লিমনের উদ্যোগে ‘নানা’র দোকান নতুনভাবে সুসজ্জিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিব রেজা লিমনের পোস্ট দেখে এগিয়ে এসেছেন অনেক হৃদয়বান ব্যক্তি। 

আলিব রেজা লিমন জানান, বয়োজ্যেষ্ঠ আবু বক্কর ফকিরের দোকানের জরাজীর্ণ অবস্থা দেখে তাঁর কষ্ট অনুভব হয়। তিনি দোকানটি নতুন করে সাজানোর উদ্যোগ নেন। পরে কিছু হৃদয়বান ব্যক্তির সহযোগিতা নিয়ে পেপসি কোম্পানির লোগো সংবলিত দোকানটি সম্প্রতি ওই বৃদ্ধকে উপহার দেওয়া হয়। নতুন দোকানের সঙ্গে বিক্রয়ের জন্য কিছু মালামাল ও কাপ্তাই ফোরামের পক্ষ হতে কিছু নগদ টাকা ওই বৃদ্ধকে দেওয়া হয়েছে। 

মানবিক এই কর্মযজ্ঞে অংশ নেন কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। তিনি দোকানের উদ্বোধন করেন। তিনি নিজেও বৃদ্ধ আবু বক্কর ফকিরকে কিছু সহযোগিতা করেন। ‘নানার দোয়ান’ নামে দোকানটির নামকরণ করা হয়েছে। 

নতুন করে সাজানো দোকান দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন নানা নামে খ্যাত আবু বক্কর ফকির। তিনি হয়তো কখনো কল্পনাও করেননি তাঁর দোকানটি এভাবে নতুন প্রাণ পাবে। 

দোকান উদ্বোধনের সময় কাপ্তাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই খোকন, সাবেক ছাত্রলীগ নেতা নোমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলেই নানার দোকানের সফলতা কামনা করেন। 

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ