হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু করা হয়েছে

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু করা হয়েছে। প্ল্যান্ট থেকে সরাসরি পোর্টের মাধ্যমে ১৫৬ জন রোগীদের একই সঙ্গে অক্সিজেন সরবরাহ করা যাবে।

গত জুন মাসে ১৪শ ৬১ জনের নমুনা পরীক্ষায় ২১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালে ২৬ জন রোগী ভর্তি রয়েছে। পরিস্থিতি বিবেচনায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চালু হয়েছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। করোনার ঊর্ধ্বগতিতে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছে রোগী ও স্বজনরা।

খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ‘প্রতিদিনই খাগড়াছড়িতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। করোনা আক্রান্ত রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হতো। কিন্তু তা পর্যাপ্ত ছিল না। অক্সিজেনের সংকটের কারণে প্রায়ই রোগীদের চট্টগ্রামে পাঠানো হতো।'

করোনা আক্রান্তদের চিকিৎসায় সম্প্রতি খাগড়াছড়ি সদর হাসপাতালে চালু করা হয়েছে কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্ট। হাসপাতালের নিকটে উন্মুক্ত স্থানে স্থাপন করা হয়েছে ৬ হাজার লিটার ধারণ ক্ষমতার অক্সিজেন প্ল্যান্ট। পাইপের মাধ্যমে হাসপাতালের করোনাসহ প্রতিটি ওয়ার্ডে অক্সিজেন র্পোট স্থাপন করা হয়েছে। এতে করোনা আক্রান্ত রোগী দ্রুত ও সহজেই চিকিৎসা সেবা পাবে। করোনা ওয়ার্ড ছাড়াও অপারেশন থিয়েটার (ওটি), সার্জারি ওয়ার্ড, শিশু ওয়ার্ড এবং জরুরি বিভাগে সরাসরি পোর্টের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হবে।

চিকিৎসা নিতে আসা রোগী আকতার হোসেন জানান, ‘আগে সিলিন্ডার নিয়ে টানাটানি করতে হতো। অনেক সময় সিলিন্ডার পাওয়া না গেলে অক্সিজেন পাওয়া যেত না। এখন বেডের পাশেই অক্সিজেন র্পোট। সহজেই অক্সিজেন পাচ্ছি।’

করোনা পরিস্থিতি বিবেচনায় শতভাগ গুণগত মান রক্ষা করে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন নূপুর কান্তি দাশ। তিনি বলেন, ‘করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রচুর অক্সিজেন প্রয়োজন হয়। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় করোনা ওয়ার্ডে পোর্টের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে একই সঙ্গে ১৫৬ জনকে অক্সিজেন সরবরাহ করা যাবে। প্ল্যান্ট চালু হওয়ায় জেলার মানুষ এই সুবিধার আওতায় আসবে।’

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়