হোম > সারা দেশ > চট্টগ্রাম

বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের দক্ষিণে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বেলা ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক উন্মোচন করেন তিনি।

প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। পেজটিতে কয়েক মিনিট পরপর প্রধান উপদেষ্টার সফরসূচির তথ্য আপডেট করা হচ্ছে।

সেখানে জানানো হয়, প্রধান উপদেষ্টা বুধবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

চট্টগ্রামে পৌঁছানোর পরপরই বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইয়ার্ড-৫ পরিদর্শনে যান। সেখানে তিনি একটি সভায় যোগ দেন এবং বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

চট্টগ্রাম নগরীর সঙ্গে বোয়ালখালী ও পটিয়া উপজেলার একাংশের যোগাযোগের প্রধান মাধ্যম বর্তমান কালুরঘাট সেতুটি প্রায় শতবর্ষী। সড়কপথের সব ধরনের যানবাহনের পাশাপাশি এই সেতু দিয়ে ট্রেনও চলাচল করে। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ১১ দশমিক ৪৪ কিলোমিটার এলাকাজুড়ে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্পে মূল সেতুর আয়তন হবে ৭০০ মিটার। সেতুর প্রস্থ হবে ৩১ দশমিক ৯৫ মিটার।

সেতুর জন্য ৬ দশমিক ২ কিলোমিটার ভায়াডাক্ট এবং সাড়ে চার কিলোমিটার বাঁধসহ রেললাইন নির্মাণ করা হবে। সেতুর উচ্চতা হবে ১২ দশমিক ২০ মিটার, যার কারণে সেতুর নিচ দিয়ে সহজে বড় নৌযান চলাচল করতে পারবে। সেতুতে থাকবে ডুয়েল গেজ রেললাইন।

সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৫৬০ কেটি ৭৬ লাখ টাকা, যার মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৪ হাজার ৪৩৫ কোটি ৬৩ লাখ টাকা এবং বিদেশি ঋণ ৭ হাজার ১২৫ কোটি ১৪ লাখ টাকা।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট