হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু, গুরুতর আহত মা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় আকস্মিক বিস্ফোরণে বাবা ও ছেলে মারা গেছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।   

নিহত দুজন হলেন মো. ইসমাইল মিয়া (৪৫) ও তাঁর ছেলে মো. রিফাত (৭)। এ ছাড়া ওই ঘটনায় ইসমাইল মিয়ার স্ত্রী মোছা. সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছে। তাঁরা সবাই নতুন বাজারের বাদশা মিয়ার টিলার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন বাদশা মাঝির টিলায় বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলে দুজন সদস্য নিহত হয়েছেন এবং বাড়ির গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।  

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান কাপ্তাই থানার ওসি মো. জসীম উদ্দীন। তিনি বলেন, ঠিক কেন বা কিসের মাধ্যমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে সেনাবাহিনীর একটি বিস্ফোরক টিম আসছে। তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে। 

এ বিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব বলেন, ‘ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরকদ্রব্যের ক্লিপ পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনীর অস্ত্র মহড়া চলে এমন জায়গাতে গিয়েছিল। ওখান থেকে লোহা ভেবে বিস্ফোরক কুড়িয়ে এনেছিলেন। যেগুলো আজকে বিস্ফোরিত হয়েছে। সেখানে কিছু লোহার অংশ পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা এলে বিস্তারিত বলা যাবে।’ 

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, এই বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এ ছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের