হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু, গুরুতর আহত মা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় আকস্মিক বিস্ফোরণে বাবা ও ছেলে মারা গেছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।   

নিহত দুজন হলেন মো. ইসমাইল মিয়া (৪৫) ও তাঁর ছেলে মো. রিফাত (৭)। এ ছাড়া ওই ঘটনায় ইসমাইল মিয়ার স্ত্রী মোছা. সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছে। তাঁরা সবাই নতুন বাজারের বাদশা মিয়ার টিলার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন বাদশা মাঝির টিলায় বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলে দুজন সদস্য নিহত হয়েছেন এবং বাড়ির গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।  

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান কাপ্তাই থানার ওসি মো. জসীম উদ্দীন। তিনি বলেন, ঠিক কেন বা কিসের মাধ্যমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে সেনাবাহিনীর একটি বিস্ফোরক টিম আসছে। তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে। 

এ বিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব বলেন, ‘ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরকদ্রব্যের ক্লিপ পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনীর অস্ত্র মহড়া চলে এমন জায়গাতে গিয়েছিল। ওখান থেকে লোহা ভেবে বিস্ফোরক কুড়িয়ে এনেছিলেন। যেগুলো আজকে বিস্ফোরিত হয়েছে। সেখানে কিছু লোহার অংশ পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা এলে বিস্তারিত বলা যাবে।’ 

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, এই বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এ ছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর